কালকিনিতে দোকানে শতাধিক মৌমাছির চাক বসায় বিপাকে দোকানী
সংবাদচর্চা ডেস্ক :তীব্র শীত প্রবাহের কারনে মাদারীপুরের কালকিনিতে একটি ব্যবসা প্রতিষ্ঠান তিন মাস ধরে দখল করে রেখেছে প্রায় শতাধিক মৌমাছির চাকে। এতে করে আতংঙ্কে ওই ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন।
বুধবার সকালে সরেজমিনে গিয়ে জানাগেছে, উপজেলার এনায়েতনগর এলাকার মিয়ারহাট বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম ব্যবসা পরিচালনা করার জন্য একটি দোকান নির্মান করেন। নবনির্মিত ওই দোকাটির চতুর পাশ দিয়ে প্রায় শতাধিত মৌমাছির চাক বসেছে। মৌমাছির হুলের আতংঙ্কে ব্যবসায়ী সিরাজুল ইসলাম তার দোকানটি তালাবদ্ধ করে রেখেছেন।
এতে করে সে চরম বিব্রতকর পরিস্থিতে পরেছেন। এমনকি সে মৌমাছির চাক বসার কারনে দোকান খুলতে পারছেন না। এদিকে মৌমাছির চাকগুলো একনজর দেখার জন্য প্রতিদিন হাজার-হাজার উৎসুক জনতা ভির জমাচ্ছেন।ব্যবসায়ী সিরজাউল ইসলাম বলেন, আমার দোকানে মৌমাছির চাক বসায় দোকান বন্ধ রেখেছি। কারন মৌমাছির হামলার ভয়ে আমরা কিছু বলতে পারছিনা। দোকান কবে খুলতে পারব জানিনা।
এব্যাপারে মধু সংগ্রহকারী আকরাম বলেন, প্রচন্ড শীতের কারনে ওই দোকানে মৌমাছি বাসা বেধেছে। কারন ওই দোকানটি বাজারের মধ্যে হওয়ায় শীত কম লাগে। মৌমাছিরা শীত একদম পছন্দ করেনা। শীত থেকে রক্ষা পেতে তারা বাসাগুলো বেধেছে। হয়তবা গরমের আগম ঘটলে তারা চলে যেতে পারে।