আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কারো কাছে মাথানত করবো না- আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে  ৮ তলা বিশিষ্ট ভবনের কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্টানে প্রধান অতিথি’র বক্তব্যে মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজের গভনিংবডি’র সভাপতি নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন-আওয়ামীলীগের সরকার শিক্ষাখাতে সবোর্চ্চ অগ্রধিকার দিয়ে থাকে । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বর্তমান প্রজন্মকে শিক্ষিত ও শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামীতে এই দেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের জন্য উদাহরন হতে পারে সে লক্ষে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সরকারীভাবে শিক্ষার্থীদের ফ্রি লেখাপড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে সরকার।

এ সময় তিনি আরো বলেন,সত্যের পক্ষে কাজ করার আমার ছোট থেকে অভ্যাস  কারো কাছে মাথানত করিনি, করবো না।  আমাকে বর্তমান পর্যন্ত পৌঁছে দিতে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার অবদান। তার নিদের্শনায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহানগর আওয়ামীলীগ ও জেলা পরিষদ পরিচালনার করে যাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অশোক কুমার সাহা, গভনিংবডির সদস্য আহসান হাবিব, হুমায়ূণ কবির, মোশাররফ হোসেন জনি, ইমামুল সেলিম, আক্তারুজ্জামান, ইয়া রাসূল মিয়া, নাসরিন আক্তার, হাজেরা বেগম, লায়লা আক্তার, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ধর্ম শিক্ষক সাব্বির আহম্মেদ সহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজের ৮ তলা বিশিষ্ট ভবনের ৩ তলার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। দ্রুত গতিতে তা সম্পন্ন করা হবে। ১ম তলায় মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজের অফিস কক্ষ, ২য় তলায় মিলনায়তন ও ৩য় তলায় ক্লাস কক্ষ করা হচ্ছে।