আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কারাবন্দী বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবি যুবদল ছাত্রদলের

নিজেস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু সহ ৭৭ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ, সোনারগাঁ থানার যুবদলের সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান ও ভোলাবোর যুবদল নেতা আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবদল ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল।

শুক্রবার ৩ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক শাহ আলম মুকুল ও মহানগর ছাত্রদলেরআহবায়ক মনিরুল ইসলাম সজল। নেতারা দ্রুত কারাগারে থাকা এসব নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

আলাদা বিবৃতিতে নেতারা বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার থানা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবু, থানা যুবদলের যুগ্ম আহবায়ক লাভলুসহ সকল নেতাকর্মীকে আড়াইহাজারে একটি মিথ্যা মামলায় জেলে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে সোনারগাঁও থানা একটি মিথ্যা মামলায় থানা যুবদলের যুগ্ম আহবায়ক আতাউর রহমানকে জেল হাজতে প্রেরণে করা হয়। এছাড়া ভোলাবো ইউনিয়ন যুবদল নেতা আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিএনপির জনপ্রিয়তা দেখে ক্ষমতার লোভে পাগল হয়ে বর্তমান সরকার পুরো দেশটাকেই কারাগার বানাতে চায়। কারাগারে নেতাকর্মীদের পাশাপাশি গনতন্ত্রকেও বন্দী করতে চায় সরকার।

নেতারা আরো বলেন, বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের জনপ্রিয়তায় আজকে সরকার ভীত। নারায়ণগঞ্জের নেতাকর্মীদের মাঝে জোয়ার সৃষ্টি করছেন তিনি। আজকে তাই একের পর এক মিথ্যা মামলার জর্জরিত করে সরকার তাকেও জেলে পাঠাতে চায়। এ সরকারের সময় আর বেশী নেই আর তাই এখন শেষ সময়ে মরণ কামড় দিতেই বিরোধী মতের নেতাকর্মীদের সাথে বৈরী আচরণ শুরু করেছে তারা। বিবৃতিতে দ্রুত নেতাকর্মীদের মুক্তির দাবি করেন নেতারা।