অনলাইন রিপোর্ট:
সাবেক রাষ্ট্রপতি এরশাদের ছোট ভাই জিএম কাদেরকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি দেননি নারায়ণগঞ্জ ৩ ও ৫ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও সেলিম ওসমান। এতে নারায়ণগঞ্জ জাপার মধ্যের নতুন করে ভাঙনের লক্ষণ দৃশ্যমান হলো। স্বীকৃতি দেন নি তার ভাবি ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। সোমবার দিবাগত রাতে রওশনসহ জাপার নয়জন নেতার নামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জিএম কাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকবেন। সম্প্রতি জিএম কাদের নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন, তা আদৌ দলের যথাযথ ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয়নি।
বিবৃতিতে রওশনের স্বাক্ষর থাকলেও বাকিদের নামের পাশে স্বাক্ষর নেই। অন্য যাদের নাম রয়েছে তারা হলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দেলোয়ার হোসেন খান, ফখরুল ইমাম, সেলিম ওসমান, লিয়াকত হোসেন খোকা, রওশন আরা মান্নান, রত্না আমিন হাওলাদার, মাসুদা এম রশীদ চৌধুরী ও মীর আবদুস সবুর আসুদ। সুত্র :ইত্তেফাক
জাতীয় পার্টির বৃহৎ অংশ জি.এম কাদের কে এরশাদের সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান হিসেবে মেনে নিয়েছে। গুটি কয়েক নেতা জি.এম কাদের কে মেনে নিতে পারছে না। যাদের দ্বন্দ্বের কারণে আবার হুমকির মুখে পড়তে পারে জাতীয় পার্টি।