জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে আশীর্বাদ করেছেন তার ভাবি ও দলটির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। শনিবার দুপুরে বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদের গুলশানের বাসভবনে যান জিএম কাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক নেতা জানান, বেলা ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সেখানে অবস্থান করেন জিএম কাদের। তারা দুপুরের খাবারও একসাথে খেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়।
এ বিষয়ে জিএম কাদের বলেন, ভাবি (রওশন এরশাদ) আমাকে আশীর্বাদ করেছেন। তিনি বলেন, ভাবি আমার মাতৃতুল্য। তিনি জাতীয় পার্টিরও অভিভাবক। ওনার পরামর্শেই পার্টি এগিয়ে নিয়ে যাব। তিনি সংসদ ও পার্টিতে সম্মানের জায়গায় থাকবেন।