রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরা শপথ পাঠ করেছেন। বুধবার ঢাকা বিভাগীর কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীর কমিশনার মোহাম্মদ জয়নুল বারী এ শপথবাক্য পাঠ করান।
শপথবাক্য পাঠ করেন কাঞ্চন পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, কাউন্সিলর মফিকুল ইসলাম খান, মোহাম্মদ হোসেন মিয়া, পনির হোসেন, মোহাম্মদ মাঈনুদ্দিন, জামাল হোসেন, রোকন মিয়া, আবু নাঈম, আমজাদ হোসেন ভুট্রু, আইয়ুব হোসেন খান, নারী কাউন্সিলর মিনারা আক্তার, সাফিয়া আক্তার ডলি, সামসুন্নাহার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, ঢাকা বিভাগের পরিচালক এম ইদ্রিস সিদ্দিকী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সেলিম রেজা।
উল্লেখ্য, ২৫ জুলাই কাঞ্চন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ১ আগস্ট এর গেজেট প্রকাশিত হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কাঞ্চন পৌরসভার দায়িত্বভার গ্রহণ করবেন তারা।