আজ শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঞ্চনে সড়কের ভিত্তিপ্রস্তর

সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৮ লাখ টাকা ব্যয়ে ৪৬০ মিটার সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ১১ নভেম্বর) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পক্ষে এ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জি.শেখ সাইফুল ইসলাম, পৌর সচিব এটিএম নুরে আলম সিদ্দিকী, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী হাসান আলী, কাউন্সিলর মোহাম্মদ হোসেন মিয়া, আওয়ামীলীগ নেতা গিয়াসউদ্দিন প্রমুখ।