সংবাদচর্চা রিপোর্ট:
শান্তিপূর্ণ পরিবেশে কাঞ্চন পৌর সভার ভোট গ্রহণ শেষ হয়েছে । ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন সহ উপচে পড়া ভীড় লক্ষ করা যাচ্ছে। সেখানে ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে। সদ্য সমাপ্ত স্থানীয় সরকার নির্বাচন গুলোর চেয়ে সবচেয়ে বেশি ভোটার সারা দিচ্ছে কাঞ্চন পৌর নির্বাচনে। এবারের নির্বাচনে মেয়র পদে চার জন প্রতিদ্বন্দ্বীতা করছে। তার মধ্যে তিন জন বিএনপির স্বতন্ত্র প্রার্থী রয়েছে।
তারা হলেন কাঞ্চন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র দেওয়ান আবুল বাশার বদশা(নারিকেল গাছ), কাঞ্চন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব মজিবুর রহমান ভূঁইয়া (জগ),ও নারায়ণগঞ্জ জেলা যুব দলের সহ-সভাপতি এডভোকেট মোঃ আমিরুল ইসলাম ইমন (মোবাইল ফোন)। আর আওয়ামী লীগের একক প্রার্থী হলেন রফিকুল ইসলাম ।তিনি নৌকা প্রতীকে লড়ছেন। প্রচারণায় ব্যাপক সারা পেয়েছেন তিনি। এবার জয়ের মালা তার পড়ার সম্ভাবনা রয়েছে বেশি। ভোট গ্রহন শুরু হয় সকাল ৯ টায় তা চলবে বিকেল ৫ টা পর্যন্ত। আজ সকাল ৯ টায় আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম রফিক কাঞ্চন সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বর্তমান মেয়র দেওয়ান আবুল বাশার বাদশা, কেন্দুয়া সমিতি স্কুল কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান ভুঁইয়া এবং সকাল ৯ টায় বিরাবো সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী যুবদল নেতা আমিরুল ইসলাম ইমন।
এবার ৯টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী আসনে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

