আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঞ্চনে ভোটগ্রহণ চলছে

সংবাদচর্চা রিপোর্ট:  রূপগঞ্জ উপজেলায় কাঞ্চন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৫জুলাই) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা বিকেল ৫টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে এ ভোটগ্রহণ চলবে। রূপগঞ্জ পৌরবাসী এই প্রথম ইভিএমের বাটনে চাপ দিয়ে নিজের ভোট প্রয়োগ করছেন। এদিকে এখন পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে তেমন ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা করছেন নির্বাচন কর্মকর্তারা। কাঞ্চন পৌরসভা নির্বাচনে এবার ৩৫ হাজার ৬৮০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ১৮ হাজার ১৯৬ জন ও নারী ১৭ হাজার ৪৮৪ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৭টি, ভোট কক্ষ ১১৮টি। প্রত্যেক কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। সহকারী প্রিজাইডিং অফিসার ১৪১ জন ও পোলিং অফিসার ২৮২ জন দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলার দায়িত্বে পুলিশ,র‌্যাব,বিজিবি,আনসার বাহিনীসহ রয়েছেন। এ নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের একজন ও বাঁকি তিনজন বিএনপি নেতা। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিক ( নৌকা),বিএনপির বিদ্রোহী প্রার্থী কাঞ্চন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র দেওয়ান আবুল বাশার বদশা(নারিকেল গাছ), কাঞ্চন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব মজিবুর রহমান ভূঁইয়া (জগ),ও নারায়ণগঞ্জ জেলা যুব দলের সহ-সভাপতি এডভোকেট মোঃ আমিরুল ইসলাম ইমন (মোবাইল ফোন)। এদিকে নির্বাচনকে সুষ্ঠু করতে ব্যাপক প্রস্তুতি রয়েছেন প্রশাসন। ভোটকেন্দ্রগুলোতে পর্যন্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহীনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

রিটার্নিং অফিসার খোরশেদ জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা লাইনে দাড়িয়ে নিজেদের ভোট প্রয়োগ করছেন। এছাড়া যেহেতু এই প্রথম কাঞ্চন পৌরসাভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে তাই ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে ডামি ভোট অনুষ্ঠিত হয়েছে।