আজ বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঞ্চনে ভাতা বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বয়স্ক , বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) সকালে এই ভাতা ও বই বিতরণ করা হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা, বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।এসময় নারায়ণগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক সোলায়মান হোসেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম , মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন খাঁন , ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁন, সাধারণ সম্পাদক হাসান আশকারি, আওয়ামী লীগ নেতা মো: এমায়েত হোসেন, রূপগঞ্জ থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ থানা যুব মহিলা লীগ সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, রূপগঞ্জ থানা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম সহ অনেকে।

পরে অতিথিবৃন্দ সুবিধাভোগীদের মাঝে ভাতা এবং বই বিতরণ করেন। জানা গেছে বয়স্ক ভাতা ১২৫০ জন , বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা ১০৫০ জন পেয়েছেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের প্রচেষ্টায় উপকারভোগীরা এই সুবিধার আওতায় এসেছে।