সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার ( ১০ জুলাই) উপজেলা সহকারী রিটানিং অফিসার মাহবুবুর রহমান মেয়র ও কাউন্সিলর প্রার্থী প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন । আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম রফিক পেয়েছেন নৌকা প্রতীক। বিএনপির বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার বাদশা পেয়েছেন নারিকেল গাছ, সাবেক মেয়র বিএনপি নেতা মজিবুর রহমান ভুইয়া পেয়েছেন জগ প্রতীক ছাত্রদল নেতা অ্যাড আমিরুল ইসলাম ইমন মোবাইল ফোন প্রতীক পেয়েছেন । প্রতীক পেয়ে প্রার্থীরা কোমর বেধে প্রচারণা শুরু করেছে। কাঞ্চনে বিএনপির পরোক্ষ সমর্থিত ৩ জন প্রার্থী রয়েছে। সেখানে আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছে।
প্রসঙ্গত এবার কাঞ্চন পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩৫ হাজার ৬’শ ৭৫ জন । তার মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১’শ ৮৫ জন আর আর মহিলা ভোটার ১৭ হাজার ৫’শ জন। ভোট গ্রহণ ২৫ জুলাই। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।