আগামী ২৫ জুলাই কাঞ্চন পৌর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।ভোগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। নির্বাচনের সকল ধরণের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। এবার কাঞ্চনে মোট কেন্দ্র ১৭ টি। তার মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ০৮ টি, সাধারণ কেন্দ্র ০৯ টি। গুরুত্বপূর্ণ কেন্দ্রে এক জন এসআই/এএসআই সহ ০৬ জন পুলিশ অস্ত্র সহ থাকবে এবং আনসার থাকবে ১২ জন। সাধারণ কেন্দ্রে এক জন এসআই/এএসআই সহ ০৫ জন পুলিশ অস্ত্র সহ থাকবে এবং আনসার থাকবে ১২ জন। প্রতিটি কেন্দ্রে মোবাইল টিমসহ সর্বমোট ১৮ টি মোবাইল টিম থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে ০৯ জন। স্ট্রাইকিং টিম থাকবে ০২ টি।
পুলিশ সুপার বলেন, কাঞ্চন পৌরসভার নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কোন প্রকার বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। কোন প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পুলিশ সাথে সাথে এ্যাকশন নিবে।