আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঞ্চনের কাছে শপথ নিলেন জায়েদ-মিশা প্যানেলের অঞ্জনা

নিজস্ব প্রতিবেদক:

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণের চলমান আইনি প্রক্রিয়ার মধ্যে শপথ নিলেন মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত সদস্য অঞ্জনা সুলতানা। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয় সংলগ্ন বাগানে অঞ্জনাকে শপথ পাঠ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন।

এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা কেয়া ও জেসমিনসহ শিল্পী সমিতির বেশ কয়েকজন সদস্য।

শপথের পর অঞ্জনা বলেন, ‘আমি ব্যক্তিগত ইচ্ছায় শপথ নিলাম। এছাড়া আমার প্যানেলে সবার সঙ্গে কথা বলেই শপথ নিতে এসেছি। আমার ১৭ সিনেমার নায়ক কাঞ্চন, তার কাছ থেকে শপথ নিয়েও বেশ ভালো লাগছে। যেহেতু আমি শপথ নিয়েছি, তাই এখন থেকে শিল্পী সমিতির সকল কার্যক্রমে আমি যুক্ত থাকবো। সব সময় শিল্পীদের পাশে থাকব।’

একই সঙ্গে তিনি তার প্যানেলের (মিশা-জায়েদ) অন্য নির্বাচিত সদস্যদেরও শপথ গ্রহণের আহ্বান জানান। এর আগে অঞ্জনা জানান, সমিতির সবই ঠিক আছে। শুধু সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতের আদেশ আসবে। সাধারণ সম্পাদক পদে যেই আসুক এতে তার কোনো সমস্যা নেই।

সর্বশেষ সংবাদ