আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাজে ফেরার দাবিতে আমেরিকায় বিক্ষোভ

অনলাইন রিপোর্ট

করোনাভাইরাসের প্রতিরোধে সারা আমেরিকায় চলছে লকডাউন। প্রায় সবাই ঘরবন্দী জীবন কাটাচ্ছে। কিন্তু দীর্ঘ প্রায় এক মাস পর আমেরিকানরা আর ঘরে থাকতে চাচ্ছে না। মানুষ কর্মহীন, দূর্বল হচ্ছে দেশটির অর্থনীতি। তাই তারা কাজে ফিরছে চাইছে। আর এই দাবিতে আমেরিকার মিশিগান, ওহাইও, কেনটাকি, মিনেসোটা, নর্থ ক্যারোলাইনা ও ইউটাহসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ‘স্টে হোম’ আদেশের বিরুদ্ধে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ।

১৭ এপ্রিল সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, ‘স্টে হোম’ আদেশের বিরুদ্ধে অঙ্গরাজ্যগুলোর রাজধানীতে হাজার হাজার সাধারণ মানুষ এই বিক্ষোভে যোগ দেয়।
মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার বলেন, মানুষ ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। তারা তাদের নানা ধরনের বিল পরিশোধ নিয়ে উদ্বিগ্ন। এ কারণেই রাস্তায় নেমে তারা বিক্ষোভ করছে। তিনি বলেন, ‘আমি প্রতিবাদের অধিকারকে সম্মান করি, কিন্তু এখানে সমবেত হাজার হাজার মানুষ নিজেদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে ফেলছেন।’

প্রতিবেদনে বলা হয়, ১৫ এপ্রিল প্রথমে মিশিগানের রাজধানী ল্যান্সিংয়ে গভর্নর গ্রিচেন হুইটমারের ‘স্টে হোম’ আদেশের বিরুদ্ধে হাজারো নাগরিক বিক্ষোভ শুরু করেন। রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীরা ল্যান্সিংয়ে সমবেত হন। এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গ্রিডলক’। আয়োজকেরা বিক্ষোভের জন্য একটি গাইড লাইন তৈরি করেছিলেন, এতে গাড়িতে বসে বিক্ষোভ প্রদর্শন করার অনুরোধ জানানো হয়। বিক্ষোভের ফলে রাজধানীতে যানজট দেখা দিয়েছিল। বিক্ষোভকালে অধিকাংশ বিক্ষোভকারী গাড়িতে অবস্থান করছিলেন। তবে কেউ কেউ গাড়ি থেকে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন।