নিজস্ব প্রতিবেদক:
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রেখে শ্রমিকদের কোনো দাবি আদায় সম্ভব নয় মন্তব্য করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনির বলেছেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে আজ বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাই।
মঙ্গলবার (১ মে) মহান মে দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পিছনের রাস্তা থেকে বিতাড়িত হয়ে মিশনপাড়া মোড়ে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
কাজী মনির বলেন, সরকারি দলের নেতারা উস্কানীমূলক বক্তব্য দিয়ে আমাদের বিভ্রান্ত করছে। আজ মহান মে দিবস। শ্রমিকদের দাবি আদায়ের দিন। এই মহান দিনে আমরা বলতে চাই, গণতন্ত্রের নেত্রী, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, এ দেশের লক্ষ কোটি মানুষের প্রাণের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রেখে শ্রমিকদের কোনো দাবি আদায় সম্ভব! আমরা জানি তা সম্ভব নয়। আমি সকলের উদ্দেশ্যেই বলছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই আমাদের নেত্রীকে মুক্ত করে আনবো।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, এই সরকার ক্ষমতার মসনদে এতোটাই অন্ধ যে, পূনরায় ক্ষমতায় আসতে তারা নিজেদের ইচ্ছেমতো বিরোধী দল কে হয়রানী করে যাচ্ছে। তারা চাইছে বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে পূনরায় ক্ষমতায় আসতে। যাতে করে তারা এদেশে রাজতন্ত্র কায়েম করতে পারে। আমি অবিলম্বে আমাদের মা খালেদা জিয়ার মুক্তি দাবী করছি। অন্যথায় ভবিষ্যতে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে বৃহৎ আন্দোলন অনুষ্ঠিত হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল। শ্রমিক দল সোনারগাঁ থানা কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, মজিবুর, পিয়াস, সেলিম সরকারসহ প্রমুখ।
মিশনপাড়ার সমাবেশের পূর্বে তারা সমাবেশের উদ্দেশ্যে প্রেস ক্লাবের দক্ষিণ পাশের সড়কে জড়ো হতে শুরু করলে পুলিশ বাঁধা প্রদান করে। এ সময় তাদের হাত থেকে ব্যানার ছিনিয়ে নেয়া হয়। পরবর্তীতে তারা মিশনপাড়া মোড়ে এসে আবার জড়ো হন এবং সেখানে সমাবেশটি শেষ করেন।