নাসিক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাদরিলের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত।
রোববার ( ৬ শ্রাবন, ২১ জুলাই) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়া ম্যাজিস্ট্রেট নুরুন নাহার ইয়াসমিনের আদালতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেয় । এর আগে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে সাদরিল কে আদালতে পাঠায় ।
জানা গেছে সাদরিলের জামিন শুনানী হবে সোমবার । নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনের ছেলে সাদরিল ।
প্রসঙ্গত ১৭ জুলাই রাতে স্বতন্ত্র কোটায় নির্বাচিত কুমিল্লার সংরক্ষিত মহিলা এমপি সেলিনা ইসলামের গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ তাকে সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকা থেকে আটক করে।
এদিকে সাদরিলের রিমান্ড আবদনের বিরোধীতা করে প্রায় শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। তাদের মধ্যে, অ্যাড. সাখাওয়াত হোসেন খান, অ্যাড. বারী ভূইয়া, অ্যাড. জাকির হোসেন, অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, অ্যাড. রোকন প্রমূখ।