আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাউন্সিলর দুলালের রিমান্ড নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী সাইফউদ্দিন আহমেদ দুলাল প্রধান সহ  গ্রেফতার ৬ জনের রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (৪ আগস্ট) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন নাহার ইয়াসমিনের আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। একই সময়ে জামিন আবেদনও না নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কাউন্সিলর দুলাল প্রধান (৩৮) উইলশন রোড একরামপুর এলাকার মৃত. আব্দুল বারী প্রধানের ছেলে। এছাড়া তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক।

মামলার অন্য আসামীরা, কাউন্সিলর দুলালের সহযোগি কামাল হাসান (৪৭), মনির হোসেন মনু (৫০), তানভীর আহমেদ সোহেল (৪১), মো. মজিবুর রহমান (৫২) ও গাড়ি চালক কালন।

প্রসঙ্গত, ১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের নবীগঞ্জ গুদারাঘাট এলাকা থেকে কাউন্সিলর দুলাল প্রধানকে ফেনসিডিল সহ আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সর্বশেষ সংবাদ