আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গোপালদী পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর টাকার মালায় সিক্ত

কাউন্সিলর টাকার মালায় সিক্ত

কাউন্সিলর টাকার মালায় সিক্ত

আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজারে গোপালদী পৌরসভায় ২ নং ওয়ার্ডে ব্রিজ প্রতীকে বিজয়ী কাউন্সিলর এলাকায় টাকা মালা গলায় পড়িয়ে এলাকা বিজয় মিছিল বের করা হয়েছে। যা অনেকের কাছে দৃষ্টিগোচর হয়েছে।

অনেকেই এনিয়ে মন্তব্যও করেছেন। অনেকেই বলেছেন যে কোন অভিনন্দন বা আনন্দের বর্হিপ্রকাশ করা হয় বা বরণ করা ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে। কিন্তু নবনির্বাচিত কাউন্সিলর রাজু আহম্মেদ বাছেদকে টাকার মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এমনকি তাকে বিভিন্ন এলাকায় ঘুরে বিজয় মিছিল করা হয়েছে।

নাম না প্রকাশের শর্তে উক্ত ওয়ার্ডের এক বাসিন্দা জানান, প্রকাশ্যে সিল মেরে অনেকেই বিজয়ী হয়েছেন। প্রাণভয়ে মানুষ প্রতিবাদ করতে পারেনি। তিনি বলেন, প্রশ্নবিদ্ধ এ নির্বাচন জনগণ প্রত্যাখান করেছেন। মানুষের মনে নির্বাচন নিয়ে বিরুপ প্রভাব পড়েছে। এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে।

কারণ মানুষ তার পছন্দের প্রার্থীকের ভোটাধীকার প্রয়োগ করতে পারেনি। এটা গণতন্ত্রের জন্য অশুভ ইঙ্গিত বহন করছে। ভোটাধীকার প্রয়োগ করাটা জনগণের সাংবিধানিক অধীকার। টাকার মালা দিয়ে বরণ না করে, বিজয়ী রাজু আহম্মেদ বাছেদ কাউন্সিলরকে ফুলের মালা দিয়ে বরণ করা উচিৎ ছিল। এটা সবার কাছেই দৃষ্টিগোচর হয়েছে।