আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কাউন্সিলর জয়নালের দাফন সম্পন্ন

আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর জয়নাল আবেদীনের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে শুক্রবার (১৩ মার্চ) বিকালে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু অংশ নেয়। তিনি মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত শুক্রবার সকালে হাটতে বের হয়ে জালাকান্দি গোরস্তান এলাকায়  দ্রুতগামী একটি সিএনজির চাপায় তিনি গুরুতর আহত হন। প্রথম তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে পথচারীরা ঘাতক সিএনজিটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে যায়। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম  বলেন, ঘাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

স্পন্সরেড আর্টিকেলঃ