আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাউন্সিলর আনোয়ারের খাদ্য বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৭ নং ওয়ার্ডে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজীর নির্দেশনায় করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া খেটে খাওয়া ও দুস্থ পরিবারের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কাউন্সিলর আনোয়ার হোসেন । বুধবার বিসিক এলাকায় তিনি সালমা গ্রুপের সৌজন্যে খাদ্য সামগ্রী বাড়িতে বাড়িতে পৌছে দেন।

প্রসঙ্গত করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে ৬ জন মারা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে রূপগঞ্জের ৩ জন নারী রয়েছে। রূপগঞ্জসহ নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।