আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কল্যাণী ও অনুপ্রাস এর আয়োজনে ২৬ তম বৈশাখী কবিতা উৎসব ও আলোচনা অনুষ্ঠিত

 

সংবাদচর্চা রিপোর্ট:  গতকাল কল্যাণী সেবা সংস্থা ও অনুপ্রাস জাতীয় কবি সংগঠন নারায়ণগঞ্জ জেলা শাখার যৌথ আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৫ বরণ উপলক্ষে ২৬ তম বৈশাখী কবিতা উৎসব, আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয়, স্বপ্নডানা স্কুলে অনুষ্ঠিত হয়। অনুপ্রাস কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা সভাপতি এবং কল্যাণীর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. জি,এম জাব্বার চিশ্তীর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কল্যাণী সেবা সংস্থার চেয়ারম্যান ডা. টি.আই এম নুরুন্নবী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজ, জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা সরকারী গ্রন্থাগরিক এস,এম, মোশারফ হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ সিরাজ-উদ-দোল্লা খান, জেলা কালচারাল অফিসার সৈয়দা সাহিদা বেগম ও স্কাউটস সাবেক জেলা কমিশনার ডা. আলী আকবর খান অনুষ্ঠানের শুরুতে অনুপ্রাস কেন্দ্রীয় সহ সভাপতি ও পূত ও ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কবি এ,টি,এম গিয়াস উদ্দিন এর অকাল মৃত্যুতে শোক প্রস্তাব সহ তার আত্মার মাগফেরাত কামনা করেন। বাংলা নববর্ষ বাঙ্গালীর সভ্যতা সাংস্কৃতিক ইতিহাসে বৈশাখ বাঙ্গালীর ঐতিহ্য। এই অগ্রযাত্রা পরবর্তী প্রজন্মকে উপহার দিতে হবে। এই বিষয়ে আলোচনায় বক্তব্য রাখেন অনুপ্রাস জেলা সহ সভাপতি কবি ও সাংবাদিক ইয়াদি মাহমুদ, কল্যাণীর পরিচালক কবি ও সাংবাদিক আব্দুল লতিফ রানা ও সাংবাদিক মোক্তার হোসেন, নারায়ণগঞ্জ চিকিৎসক সমিতির ডা. হারুনুর রশিদ, ডা. মোঃ খোরশেদ আলম, ডাঃ মোঃ আলাউদ্দিন, ডাঃ ওম্মে কুলসুম ও ডাঃ নাছিমা খানম, সায়েমা আক্তার লাকী, মোঃ সোবহান বেপারী, ডাঃ জেসমিন সুলতানা, ডাঃ জামাল হোসেন, মোঃ মোস্তাক আহমেদ ও জান্নাতুল ফেরদৌস নাফিসা। স্বরচিত ও কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সুমী দাস, কবি পিয়ারী বেগম, কবি ইকবাল হোসেন রোমেছ, কবি লুবনা আক্তার সুমী, নার্গিস নাহার, কবি মোঃ সানি, ডা. আসমা খানম, ডাঃ শিউলী আক্তার, ডাঃ আসমা আক্তার, ঈষিতা দাস সুপ্তি, তাসমিন জাহান নোহা, মাহমুদা আক্তার, জাকিয়া সুলতানা সাদিয়া, জাহানারা দিনা, ইয়াসমিন বেগম, সালেকা সুলতানা ফুল, ইয়াসমিন সুলতানা মিতু, মাহবুবা মোড়ল, আশরাফুল হক তানজিম, মোঃ কাইয়ুম, মোঃ রাশেদ ও মারুফা আক্তার প্রমুখ।