আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্মীদের ফেলে পালালো কাজী মনির ও মামুন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:পুলিশের লাঠির মুখে কর্মীদের ফেলে রেখে পালিয়ে পিঠ বাচিয়েছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। গতকাল বিকালে বিএনপির প্রতিবাদ সভা শেষে পুলিশ কর্মীদের উপর চড়াও হলে সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক কৌশলে কেটে পড়েন। এসময় পুলিশের আক্রমণের মুখে পড়েন তৃণমূলের কর্মীরা। গতকাল বিকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ শেষে সভাস্থ ত্যাগ করার সময় উপস্থিত নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের এক পযার্য়ে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। তখন কর্মীদের বিপদে ফেলে মাথায় হ্যালমেট পরে বাইকে বসে পালিয়ে গেলেন জেলা বিএনপির সভাপতি কাজী মনির। আর সাধারণ সম্পাদক মামুন মাহমুদকেও সেখানে দেখা যায়নি।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ বলেন, আমরা সফলভাবে কর্মসূচী পালন করে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে চাষাড়ার উদ্দেশে রওনা হচ্ছি। ঠিক সে সময় পুলিশ অর্তকিতভাবে আমাদের উপর হামলা করেছে। পরে নিরাপত্তার জন্য আমি ও কাজী মনির সহ আরও অনেকেই একটি মার্কেটে অবস্থান করে ছিলাম। পরিস্থিতি শান্ত হওয়ার পর আমরা সেখান থেকে বের হয়েছি।

স্পন্সরেড আর্টিকেলঃ