বন্দর প্রতিনিধি
করোনা ভাইরাস প্রতিরোধে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার (২২ মার্চ) বাদ আসর নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ২৩নং ওয়ার্ড একরামপুর মোড় থেকে বাজার পর্যন্ত ওয়ার্ডের জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. লিটনের উদ্যাগে এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
জনসাধারণের উদ্দেশ্যে মো. লিটন বলেন, আপনারা যারা আছেন তারা সবাই বাহিরে বের হলে মাস্ক পড়ে ঘর থেকে বের হবেন। আর বাহির থেকে এসে সাবান বা হেক্সিসল, সেভলন দিয়ে ভালো ভাবে হাত পা ধুয়ে নিবেন। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। তাহলে আমাদের শরীরে কোনো রোগ প্রবেশ করতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ২৩নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মো. বোরহান উদ্দিন, কার্যকরী সভাপতি মো. ফরিদ, সাংগঠনিক সম্পাদক সগির আহম্মেদ, মো. জহির, রবি, শহিদ, বন্দর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. সোহাগ, সাধারন সম্পাদক মো. ইসমাইল, মো. সোহেল তাইজদ্দিন, মো. বাবুল ও সালাউদ্দিন প্রমূখ।
এমআই/এসএমআর