আজ বৃহস্পতিবার, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনা আতঙ্কের মধ্যেই না.গঞ্জে বাড়ছে খুন

সংবাদচর্চা রিপোর্ট:

করোনা আতঙ্কের মধ্যেই নারায়ণগঞ্জে খুনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনে জেলায় তিন জন খুন হয়েছে।গত মঙ্গলবার ( ৩১ মার্চ) আড়াইহাজারে  জামান (৪৫) নামে এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।   তিনি তিন দিন নিখোঁজ ছিলেন । চালকের চোখ উপড়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  নিহত জামান উপজেলার বগাদী পূর্বপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।

বুধবার ( ১ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পোড়াবো এলাকায় নারিকেল গাছের গুড়ি নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন অবিনাশ সরকার (৫২) নামে এক বৃদ্ধকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে । হামলায় আহত হয়েছে অন্তত ১৫জন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত অবিনাশ পোড়াবো এলাকার মৃত প্রাণ কুমারের ছেলে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, পোড়াবো এলাকার নিহত অবিনাশ সরকারের সঙ্গে তার চাচাতো ভাই অর্জুন সরকারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিলো। পরে স্থানীয় গ্রাম্য সালিশে বিরোধের নিষ্পত্তি ঘটে। বুধবার সকালে নারিকেল গাছের গুড়ি নেওয়াকে কেন্দ্র করে পুনরায় দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে অর্জুন, অনুকূল, স্বদেব সরকারসহ ৮/১০ জন মিলে অবিনাশ সরকারকে এলোপাথাড়ি কোপায়। এসময় তাকে বাঁচাতে গেছে তার ছেলে দুর্জয় সরকার, ভাতিজা যীষ্ণু ও প্রকাশ সরকারসহ কয়েকজন এলোপাথাড়ি কোপায়। মুমূর্ষু অবস্থায় অবিনাশ সরকারকে ভূলতা মেমোরি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুর্জয়, প্রকাশ ও যীষ্ণু সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে বাড়িঘরে তালা ঝুলিয়ে প্রতিপক্ষের লোকজন পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন চলছে।

এদিকে বুধবার সকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে  শরীফ হোসেন (২৮) নামে এক যুবক খুন হয়েছে। কাশিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ বাড়ৈভোগ আদর্শনগর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত শরীফ হোসেন ওই এলাকার আলম মাদবরের ছেলে।

হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আসলাম হোসেন। তিনি বলেন, ওই এলাকায় দুটি গ্রুপ রয়েছে। তাদের মধ্যে স্থানীয় ইস্যু নিয়ে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জেরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে শোনা যাচ্ছে। আমাদের টিম কাজ করছে। পরে বিস্তারিত জেনে জানাতে পারবো।

এছাড়া নারায়ণগঞ্জে ১২০ ক্যান বিয়ারসহ রাহাদুল ইসলাম নয়নকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার ( ৩১ মার্চ) রাত পৌনে ৯ টার দিকে চাষাড়া খানপুর রোডস্থ রংধনু ফার্নিচার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে  সদর মডেল থানা পুলিশ।