আজ সোমবার, ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় নতুন আক্রান্ত নেই না.গঞ্জে

সংবাদচর্চা রিপোর্ট

‘রেড জোন’ হিসেবে ঘোষিত নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় ২২৪ জনের নমুনা সংগ্রহ করে নতুন কোন করোনা রোগী শনাক্তের খবর পাওয়া যায়নি। ফলে গতকালের হিসেবে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬২৫ জন। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় মোট মৃত্যু ৪২ জন।

জেলা প্রশাসনের তথ্য অফিসার সিরাজদৌল্লাহ জানিয়েছেন, জেলায় ২২৪ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। তবে কোন আক্রান্তের খবর তার কাছে নেই। তাই জেলায় মোট আক্রান্ত (গতকালের হিসেবে) ৬২৫ জন। এছাড়াও নতুন করো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় মোট মৃত্যু ৪২ জন।

সূত্রমতে, প্রতিদিন জেলা থেকে করোনার সন্দেহে বিভিন্ন মানুষের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয় পরীক্ষার জন্য। সেই পরীক্ষার রিপোর্ট জানতে অপেক্ষা করতে হয় দুই থেকে ৩ তিন। ওই রিপোর্ট গুলোর রেজাল্ট ঢাকা থেকে প্রতিদিনই জানানো হয়। কিন্তু গত ২৪ঘন্টার আক্রান্তের কোন তথ্য নমুনা সংগ্রহের পরীক্ষার রিপোর্ট এখনো পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসেনি বলে একটি সূত্র জানিয়েছে।

এসএমআর

স্পন্সরেড আর্টিকেলঃ