আজ সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনায় চনপাড়াবাসীর পাশে আছে গাজী পরিবার: বজলু

সংবাদচর্চা রিপোর্ট: করোনাভাইরাস মোকাবেলায় কমিটি ক্লিনিকের সেবা বৃদ্ধি করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১২ জানুয়ারি) সভায় হয়। ব্র্যাকের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চনপাড়া কমিটি ক্লিনিকের সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমান। তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। চনপাড়ায় সরকারের পাশাপাশি গাজী পরিবার অনেক সহযোগিতা করেছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পা চনপাড়াবাসীর খবর রাখছেন। তাদের চেষ্টায় ঘনবসতিপূর্ন চনপাড়া মহামারি থেকে রক্ষা পেয়েছে। করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক আমাদের দিকনিদেশনা দিয়েছেন। আমরা সেই মোতাবেক কাজ করে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন জিনিয়া নাসরিন (ব্র্যাক, এরিয়া ম্যানেজার রূপগঞ্জ), ডাঃ নুসরাত কাদির,নুরজাহান, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন মহিলা লীগ সভাপতি নাজমা খান, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুবকর প্রমুখ।