সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । শনিবার (১১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ৯ এপ্রিল করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। শুক্রবার পরীক্ষার ফল এসেছে পজেটিভি অর্থাৎ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। এরআগে নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (জেলা করোনা ফোকাল পার্সন) ডা.জাহিদুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সাথে কাজ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। তবে ডিসি এসপি সুস্থ আছেন।
প্রসঙ্গত, ডা. মোহাম্মদ ইমতিয়াজ জেলা করোনা বিষয়ক কমিটির সদস্য সচিব। আক্রান্তের বিষয়ে জানতে তাকে ফোনদিলে নাম্বার বন্ধ পাওয়া যায়।
এদিকে নারায়ণগঞ্জে শেষ খবর পাওয়া পর্যন্ত ৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৮ জন। নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে জেলা সিভিল সার্জন ইমতিয়াজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। শুক্রবার পরীক্ষায় তাঁর করোনা ‘পজিটিভ’ আসে। জেলা সিভিল সার্জন ইমতিয়াজ করোনায় আক্রান্ত হওয়ায় ভারপ্রাপ্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়ায় অবস্থিত ১০০’ শয্যার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসাদুজ্জামান।