নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: সাবেক এমপি ও মুক্তিযুদ্ধকালীন কমা-ার সিরাজুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০১২ সালের ২৩ মার্চ তিনি ইন্তেকাল করেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক এই সাধারন সম্পাদদের মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি গ্রহণ করেছে কমা-ার সিরাজ ফাউন্ডেশন ও স্মৃতি সংসদ।
কমা-ার সিরাজ ফাউন্ডেশন ও স্মৃতি সংসদের সভাপতি সিরাজুল ইসলামের বড় মেয়ে শাহিনা ইসলাম মুক্তি জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ দু’টো সংগঠন থেকে বেশ কিছু কর্মসূচি নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকেও দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে।
তবে ক্ষোভ প্রকাশ করে মুক্তিযোদ্ধা এই কন্যা বলেন, ৬ বছর আগে নগরীর টানবাজারের মহিম গাঙ্গুলী সড়কটি কমা-ার সিরাজুল ইসলামের নামে করার জন্য সিটি কর্পোরেশনের মেয়র বরাবর আবেদন করি। কিন্তু মুক্তিযুদ্ধকালীন একজন কমা-ার ও সাবেক এমপির প্রতি সম্মান দেখাতে সিটি কর্পোরেশন ব্যর্থ হয়েছে। ৬ বছরে আবেদনের উপর শুধু ধুলো জমা পড়েছে। আর নিচে চাপা পড়েছে রণাঙ্গণের এক অকুতোভয় সৈনিকের শেষ স্বীকৃতি।