নিজস্ব প্রতিবেদক: কমলাপুর আন্তঃনগর রেলওয়ে স্টেশন থেকে সাংবাদিক বিপ্লব হাসানের ক্যামেরাসহ টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬জুলাই) বিকেল ৪ টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এ চুরির ঘটনাটি ঘটে। কমলাপুর আন্তঃনগর রেলওয়ে স্টেশনের কর্মরত পুলিশকে এ চুরির ব্যাপারটি জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়া হয় নি।
সাংবাদিক বিপ্লব হাসান জানান, আমি রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের টিকেট কেটে পাশে ক্যামেরার ব্যাগ রেখে প্লাট ফর্মে বসেছিলাম। পিছন থেকে এক চোর ৫০ হাজার টাকা ও ক্যামেরাসহ আমার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। তারপর অনেক খোঁজাখুঁজি করেও তা আর পাইনি। কিন্তু আমাকে প্লাট ফর্মে তিনটি লোক ফলো রেখে ছিলো । এই তিনটি লোক থেকে একটি লোক আমার সামনে বসে আর দুইটি লোক পিছনে বসে ছিলো। আমি যেখানে বসি তারাও সেখানে বসে । আমি উঠে গেলে তারাও উঠে যায়। এক সময় দেখি আমার সাথের ব্যাগটি নেই এবং ঐ লোক তিনটিও নেই ।