আজ রবিবার, ১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে পিটিয়ে আহত, কবুতর নিধন,থানায় অভিযোগ

কবুতর নিধন

কবুতর নিধন

সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মনাইকান্দি গ্রামের দেলোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে তার ফার্মের কবুতর বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মনাইকান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে তাদের প্রতিবেশী ও স্থানীয় স্কুলের দপ্তরী মাজহারুল ইসলামের ভাতিজা রাতুলের তর্ক বিতর্ক হয়।এর জের ধরে গত ১১ মার্চ মাজহারুল ইসলাম তার ভাই রাকিব মিয়া ও জামান মিয়া সহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দেলোয়ার হোসেনকে পিটিয়ে আহত করে তার ফার্মের প্রায় বিভিন্ন প্রজাতির ৩০ টি কবুতর বিষ খাইয়ে মেরে ফেলে ও বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
শনিবার থানায় অভিযোগ দায়ের করার পর গত রোববার দেলোয়ার হোসেন তার স্কুলে গিয়ে তার ছেলের খোজঁ খবর নিতে গেলে স্কুলের দপ্তরী মাজহারুল ইসলাম ও তার লোকজন তাকে আবারো পিটিয়ে আহত করে এবং উল্টো মারধরের অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে দেলোয়ার হোসেন বলেন, এলাকায় দীর্ঘ দিন ধরে মাজহারুল ইসলাম স্কুলের কক্ষে তার লোকজন নিয়ে মাদক সেবন ও বিক্রি করে আসছে।তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে মারধর করে আমার কবুতর মেরে ক্ষতিসাধন করেছে।তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান,এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে এবং মাদক ব্যবসায়ী হিসেবে তার নাম চিহিৃত করা হয়েছে।তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ