আজ মঙ্গলবার, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কবরীর মৃত্যুতে মন্ত্রী গাজীর শোক

সংবাদ বিজ্ঞপ্তি:

বরেণ্য চিত্রনায়িকা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য , বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ।

শনিবার ( ১৭ এপ্রিল) এক শোক বার্তায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, সারাহ বেগম কবরী একজন কিংবদন্তী অভিনেত্রী ছিলেন। তিনি তাঁর অভিনয়ের দক্ষতা দিয়ে জয় করেছেন এদেশের কোটি মানুষের ভালোবাসা। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে অপূরণীয় ক্ষতি সাধিত হল। তিনি তাঁর কর্ম ও সৃষ্টির মধ্য দিয়ে এদেশের আপামর জনসাধারণের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।
বস্ত্র ও পাটমন্ত্রী, মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।