আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবরস্থান থেকে তাজা বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি কবরস্থান থেকে ৬টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এগুলো পলিথিন মোড়ানো ছিল।

শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর উজান গোপিন্দী কবরস্থানের একটি পুরাতন কবর থেকে এগুলো উদ্ধার করা হয়। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখেন। পরে বিকাল ৫টার দিকে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)-এর বোমা নিস্ক্রীয় ইউনিটের সদস্যরা এগুলো একেএকে বিকট শব্দে এগুলো নিস্ক্রীয় করেন।

কবরস্থানের খাদেম চান বাদশা জানান, তিনি কবর পরিষ্কার করতে গিয়ে একটি কবরের ভিতরে পলিথিন মোড়ানো অবস্থায় ৬টি বোমা স্বাদৃশ্য বস্তু দেখতে পান। পরে আড়াইহাজার থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা স্বাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করেন। পরে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)-এর বোমা নিস্ক্রীয় ইউনিটের এএসপি মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি দল বোমাগুলো ঘটনাস্থলেই নিস্ক্রীয় করেন। এ সময় পুরো এলাকায় কম্পিত হয়। এসময় উপস্থিত ছিলেন আড়াইহাজার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি তদন্ত আনিচুর রহমান মোল্লা, আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মো: জুবায়ের হোসেন ও ব্রাহ্মন্দী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার বেদন মিয়া। ওসি তদন্ত আনিচুর রহমান মোল্লা বলেন, ৬টি তাজা বোমা কবরস্থান থেকে উদ্ধার করা হয়। পরে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)-এর বোমা নিস্ক্রীয় ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে তা নিস্ক্রীয় করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ