সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জের খানপুরে বিআইডব্লিউটিএর গুদামঘরে (ক্যামিকেল ও প্লাস্টিক পাইপ মজুদ) সকাল ১০ টা থেকে অজ্ঞাত কারনে ভয়াবহ অগ্নিকান্ডের সূচনা হয়। আগুন দ্রুত আশপাশের গুদামে ছড়িয়ে পড়ে। তবে কি কারনে আগুনের সূত্রপাত ঘটেছে তা কেউ এখনও নিশ্চিত করে বলতে পারছে না।
পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সময় যত গড়াতে থাকে আগুন তত বাড়তে থাকে। আগুন নেভাতে ঢাকা নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের কয়েকটি টিম টানা ১২ ঘন্টা চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। হাজার হাজার উৎসুক জনতা বিভিন্ন এলাকা থেকে ওই আগুনের দৃশ্য দেখতে ভিড় জমায়।
খানপুর হাসাপাতাল ও নবীগঞ্জ গুদারা ঘাটের সামনের রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। এতে করে ওই সড়কে চলা সাধারন মানুষ চরম দুর্ভোগে পড়ে। ঘটনাস্থলে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ছাড়াও গোয়েন্দা সংস্থার কয়েক টিম পরিস্থিতি পর্যবেক্ষনে নিয়োজিত থাকে। বিকেলে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমরেড মোজাম্মেল নারায়ণগঞ্জে ছুটে আসেন। গুদাম কতৃপক্ষের ব্যর্থতা ও অবহেলার ফলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। এমনকি সূধী সমাজের মতে কেউ শত্রুতার বসে আগুন লাগাতে পারেন।
প্রত্যক্ষদর্শী খানপুরের বাসিন্দা নুরু মিয়া বলেন, সকাল ১০ টায় এ রাস্তা দিয়ে মানুষের ছুটোছুটি দেখে সামনে গিয়ে দেখি আগুন লেগেছে। আগুন প্রথমে অল্প দেখা গেলেও বেলা যত বাড়তে থাকে আগুন তত বাড়তে থাকে। এ গুদামগুলোতে বেশিরভাগই ক্যামিকেল বোঝাই। কিছুক্ষন পর ফায়ার সার্ভিসের গাড়ি আসে। সাথে সাথে পুলিশের কয়েকটি গাড়িও আসে। পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। ফায়ার সার্ভিসের লোকজন পাইপ বের করে আগুনের মধ্যে পানি দেয়া শুরু করে। বিকেলের দিকে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান আসেন। তার সাথে অনেক লোক আসেন। ওই সময়ই র্যাবের কয়েকটি গাড়ি আসে। র্যাব পুলিশ মিলে ভিড় জমানো লোকজনকে সরিয়ে দিতে থাকে। আগুনে বেশ কয়েকজন মানুষ আহত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, বিআইডব্লিউটিএর ওই এলাকাতে সাধারনের প্রবেশ নিষিদ্ধ। কতৃপক্ষ ব্যাতীত কেউ বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে না। গুদামে সরকারের বিগত ১০ বছরের কার্যক্রমের সকল নথি রয়েছে। এছাড়াও সরকারের বিদেশ থেকে আমদানিকরা মূল্যবান মালামাল মজুদ করা হয়েছিল। শত্রুতাবশত অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য আগুন লাগানো হতে পারে বলে তারা ইঙ্গিত দিয়েছে। কতৃপক্ষের কর্মকর্তা কর্মচারিদের শত্রুতার বিষয়ে কিছু ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে চর্চা রয়েছে।
নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, অগ্নিকান্ডে ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সকাল ১০ টার দিকে খানপুর বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত বিআইডব্লিউটিএর গুদাম এলাকায় ৪ নং গুদামের পাশে ড্রেজিংয়ের প্লাষ্টিক পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে।