আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কঠোর নিরাপত্তায় তুহিনের দাফন

কঠোর নিরাপত্তায় বন্দুক যুদ্ধে নিহত তুহিনের দাফন সম্পন্ন হয়েছে৷ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় নগরীর পাইকপাড়া বড় কবরস্থানে তুহিনের দাফন কর হয়৷ এর আগে সকাল ৯টায় ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে ব়্যাব৷

তুহিনের স্বজনরা জানান, বুধবার লাশ দাফন নিয়ে দ্বিমত জানায় দেওভোগের এলাকাবাসী৷ পরে পাইকপাড়া বড় কবরস্থানে মায়ের কবরের পাশেই তুহিনকে দাফন করার সিদ্ধান্ত নেয় স্বজনরা৷ সকালে লাশ হস্তান্তরের পর দেওভোগের তাতীপাড়ায় জানাযা সম্পন্ন হয়৷ পরে পাইকপাড়া বড় কবরস্থানে তার দাফন হয়৷ পুলিশ ও ব়্যাব সদস্যদের উপস্থিতিতে জানাযা এবং দাফন সম্পন্ন হয়৷ এলাকাবাসীর বাধা প্রদানের কোন ঘটনা ঘটেনি৷

প্রসঙ্গত, বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে  নিহত হয় তুহিন। সে দেওভোগের তাতীপাড়া এলাকার ইজিবাইক চালক কাওসার হোসেনের ছেলে।

সর্বশেষ সংবাদ