সংবাদচর্চা রিপোর্ট:
কক্সবাজারে সমুদ্র সৈকতে পরিবেশ ধ্বংসকারী পলিথিন ব্যাগের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার কাউন্সিলর আতিকুর রহমানের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, রূপগঞ্জের মা মাটি ও মানুষের নেতা গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহন করার পর থেকেই পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পলিথিনের বিষক্রিয়া আমাদের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য হুমকি স্বরুপ, তাই সকলকে পলিথিনের পরিবর্তে পাট জাতীয় পন্য ব্যবহারের অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া মেহের ,তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর লায়ন আতিকুর রহমান,পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ভূইয়া, প্রচার সম্পাদক আমিন খান, ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মনির, ডাঃ নাজিম, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশন এর সভাপতি ইউসুফ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক তরিকুল ইসলাম সবির, কবির ভূঁইয়া, মামুন, মাহবুব, লিটন, নয়ন,আলতাফ, কিরণ,আমিরুল ইসলাম প্রমুখ।