আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ককটেলসহ বন্দরে বিএনপি নেতা মোসলেউদ্দিন গ্রেফতার

ককটেলসহ বন্দরে

ককটেলসহ বন্দরে

সংবাদচর্চা রিপোর্ট:

নাশকতার প্রস্তুতিকালে ২টি ককটেলসহ বন্দরে  বিএনপি নেতা মোসলেউদ্দিন (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ । বিএনপির আরো  ৩০/৪০ জন নেতাকর্মী পুলিশের চোখ ফাকি দিয়ে পালিয়েছে ।

শনিবার বিকেল সাড়ে ৪টায় বন্দর থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা বাসস্ট্যান্ড এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বিএনপি নেতা মোসলেউদ্দিন বন্দর উপজেলা লাঙ্গলবন্ধ নগর এলাকার তালেব হোসেন মিয়ার ছেলে।

এ ব্যাপারে বন্দর থানার পিএসআই আব্দুল আলিম বাদী হয়ে বন্দর থানায় বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে।

যার মামলা নং- ১(৯)১৮ ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১) (ক) তৎসহ ১৯৮০ সনের বিস্ফোরক উপদানবলী আইনএর ৪ ধারা।

জানা গেছে, শনিবার বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বন্দরে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার প্রস্তুতি নিচ্ছিল।  নাশকতার সংবাদ পেয়ে বন্দর থানার পিএসআই আব্দুল আলিমসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে কেওঢালা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২টি ককটেলসহ বিএনপি নেতা মোসলেউদ্দিনকে গ্রেপ্তার করলে বাকিরা জীবন রক্ষা করার জন্য পালিয়ে যায়।

এ ব্যাপারে নাশকতা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হুসাইন জানান, গ্রেফতারকৃত বিএনপি নেতার বিরুদ্ধে বন্দর থানায় বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে।

আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।