আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ওয়াসার পানি সংকটে নবীগঞ্জবাসী চরম দুর্ভোগে, নেই স্থায়ী সমাধান

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের নবীগঞ্জে ওয়াসার পানি সংকট কিছুতেই কমছেনা। ওয়াসা কর্তৃপক্ষ পানি সংকটের স্থায়ী সমাধান দিতে না পেরে অস্থায়ীভাবে প্রত্যেক এলাকার মোড়ে পানি সরবরাহ করছে। এতে এলাকাবাসী বাধ্য হয়ে দীর্ঘ লাইন ধরে পানি সংগ্রহ করছে। এই দৃশ্য দেখে মনে হবে বন্যা দুর্গত এলাকায় পানি সংকট কিংবা ত্রাণ নিতে লোকজনেরা দীর্ঘ লাইনে সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছে। এতো সমস্যা সত্ত্বেও জনপ্রতিনিধিরা শিগগিরি কোন পদক্ষেপ নিচ্ছেনা। এতে করে পানি সংকটের কোন স্থায়ী সমাধানও হচ্ছেনা।

২৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ এলাকা ঘুরে ওয়াসার পানি সংকটে এলাকাসীর নানা দুর্ভোগের চিত্র দেখা যায়। এ নিয়ে এলাকাবাসীর অভিযোগের অন্ত নেই।

প্রসঙ্গত প্রায় এক মাস পূর্বে নবীগঞ্জ এলাকায় পানির পাম্প নষ্ট হয়ে বিকল হয়ে পড়ে। এতে করে পুরো এলাকার পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। পানির সংকটে নবীগঞ্জের বিভিন্ন এলাকায় হাহাকার পড়ে যায়। এর কিছুদিন পরে অস্থায়ীভাবে বিভিন্ন এলাকায় ওয়াসার গাড়ি দিয়ে পানি সরবরাহ করা হয়। তবে সেই পানি অপ্রতুল বলে এলাকাবাসীর সমস্যা থেকেই যাচ্ছে।

দীর্ঘ ১ মাস পেরিয়ে গেলেও নবীগঞ্জবাসীর ওয়াসার পানি দুর্ভোগ কিছুতেই কাটছেনা। ওয়াসা কর্তৃপক্ষ এখনো পানি সমস্যা কোন স্থায়ী সমাধান দিতে পারছেনা। এতে করে সে এলাকার পানি সমস্যায় দুর্ভোগ আরো বেড়ে যাচ্ছে। তবে অস্থায়ীভাবে ওয়াসা কর্তৃপক্ষ যেটুকু পানি সারাদিনে একবার দিয়ে থাকে তা দিয়ে কোন কিছুই হয়না বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। প্রতিদিন দুপুরে এক বার ওয়াসার গাড়ি দিয়ে প্রত্যেক এলাকায় এলাকায় পানি সরবরাহ করা হলেও সকাল থেকেই এলাকাবাসী হাড়ি পাতিল কিংবা কলস নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে। এসময় পানির গাড়ির অপেক্ষায় সবাই লাইনে দাঁড়িয়ে থাকে। তবে এই অল্প পারিমাণ পানি দিয়ে কারো কিছু হয়না বলে প্রায় প্রত্যেক দিনই লাইনে দাঁড়ানো মানুষদের মধ্যে ঝগড়া সহ মারামারির মত ঘটনাও ঘটছে। পানি সংকটের কারণেই প্রায় প্রতিদিন অস্থায়ীভাবে সরবরাহকৃত পানি নিতে আসা মানুষেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপ্রতুল পানি পায় বলে তাদেরকে অন্য উৎস থেকে আবারো পানি সংগ্রহ করতে হয়।

পানি সংকটের কারণে এলাকাবাসী পানির বিভিন্ন উৎস থেকে অনেক দিন আগে থেকেই পানি সংগ্রহ করে আসছে। কেউ কেউ দূর দূরান্ত থেকে নলকূপ (চাপকল) ও গভীর নলকূপ থেকে পানি সংগ্রহ করছে। কেউ আবার নদী থেকে পানি সংগ্রহ করছে। এভাবেই দিনের পর দিন পানি সংগ্রহ করে আসছে এলাকাবাসী।

নবীগঞ্জ এলাকার ইসলামবাগ, উত্তরপাড়া, মোল্লাবাড়ি এলাকায় মোড়ে প্রতিদিন দুপুরে ১৫শ লিটারের একটি ট্যাংক পানি দিয়ে পূর্ণ করে দেয়া হয় ওয়াসার পানির গাড়ি দিয়ে। এভাবেই গত ১ মাস যাবত নবীগঞ্জবাসী পানি অস্থায়ীভাবে পানির সেবা পেয়ে আসছে। অথচ প্রতিটি পরিবারে পানির চাহিদা প্রায় এই ট্যাংকের সমান। তাহলে একটি পরিবারে পানি দিয়ে পুরো এলাকা কি করে চলবে এই প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খেলেও সমাধান কিন্তু নেই। যেকারণে সবাই বিকল্প পথ হিসেবে বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহ করে আসছে।

এনিয়ে ইসলামবাগ এলাকার আলামিন শ্রাবণ নিউজ নারায়ণগঞ্জকে বলেন, ‘১ মাস পার হয়ে গেলেও পানি সমস্যার কোন স্থায়ী সমাধান হচ্ছেনা। ওয়াসা অফিসের পানির গাড়ি দিয়ে অল্প পরিমাণে যেটুকু পানি দেয়া হয় তা দিয়ে কারো কিছু হয়না। সকাল ৮ টা থেকে সেই অল্প পানির জন্য তীর্থের কাকের মত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এভাবে পুরো এলাকার মানুষ চলতে পারেনা। আর চললেও কতদিন চলবে। ২-৩ দিন হয়তো পানি সমস্যার মধ্যে চলা যায় কিন্তু দিনের পর দিন এভাবে চলা অসম্ভব। আমরা তো মানুষ আ্ধসঢ়;র মানুষ পর্যাপ্ত পানি ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারেনা’