আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ওসি নজরুলকে ২৫ মাস পর বদলি

সংবাদচর্চা রিপোর্ট:

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলামকে ২৫ মাস পর মাদারীপুর জেলায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ( ৩ জুন) আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম সংবাদচর্চাকে বদলির বিষয়টি নিশ্চিত করেন।

গত ২০১৯ সালের ২১ মে আড়াইহাজার থানার ওসি হিসেবে যোগদান করেন নজরুল ইসলাম। তিনি আড়াইহাজার থানায় সবচেয়ে বেশি সময় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে কেউ এতো সময় দায়িত্ব পালন করতে পারে নাই। তার দায়িত্ব পালনে মুগ্ধ ছিলো আড়াইহাজারের জনগণ। আড়াইহাজার থানায় নতুন যিনি ওসি হিসেবে আসবে তার কাছে আড়াইহাজারবাসীর প্রত্যাশা সে যেনো ওসি নজরুল ইসলামের মতো দায়িত্ব পালন করে।

বিদায়ী আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম সংবাদচর্চাকে বলেন, আমি চেষ্টা করেছি সততার সাথে দায়িত্ব পালনের। চেষ্টা করেছি আড়াইহাজারবাসীকে নিরাপদ রাখার। আমার আগে কোনো ওসি আড়াইহাজারে টানা ২৫ মাস দায়িত্ব পালন করে নাই। আমি আড়াইহাজারবাসীর কাছে দোয়া চাই । ভুল করে থাকলে সবাই ক্ষমা করে দেবেন।