ইমরান সোহেল, চট্টগ্রাম ব্যূরো:
মজলিসুল ওলামা বাংলাদেশের উদ্দ্যোগে আখতরাবাদ মসজিদে বায়তুশ শরফ কমপ্লেক্সে বাদে আছর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চুনতী হাকিমিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী এর সভাপতিত্বে ও মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নূরী এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বায়তুশ শরফের মাননীয় পীর ছাহেব বাহ্রুল উলুম আল্লামা শাহ্ মোহাম্মদ কুতুব উদ্দিন (মঃজিঃআ)। প্রধান অতিথির ভাষণে তিনি বলেন- দ্বিধা-বিভক্তি ভুলে গিয়ে দ্বীন রক্ষায় আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মুসলিম জাতি আজ এক যুগ সন্ধিক্ষণে উপস্থিত। এই জাতিকে পৃথিবীর বুক থেকে চিরতরে নিশ্চিহৃ করে দেওয়ার জন্য আল্লাহ ও রাসূলের চিহিৃত দুশমনেরা উঠে পরে লেগেছে। ধর্মীয় শিক্ষা, সাহিত্য, রাজনীতি, সাংবাদিকতা, সংস্কৃতিসহ বিভিন্ন অঙ্গনে ইতোমধ্যে এরা কালো হাত বিস্তার করে ফেলেছে। প্রস্তুতি নিচ্ছে একটি চক্রান্তকারী মহাসমরের। কোন জাতিকে নির্মূল করার জন্য তার অতীত ইতিহাস, কৃষ্টি ও তামাদ্দুনকে বিকৃত করাই যথেষ্ট, তাই এরা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংবাদিকতার পবিত্রতম অঙ্গনে ঝাঁকিয়ে বসেছে এবং সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে মুসলিম জাতির বংশধরদের গৌরবোজ্জল অতীত ইতিহাস সম্পর্কে খারাপ ধারণার সৃষ্টি হয় এবং বিজাতীয় কালচারকে নিজের সংস্কৃতি হিসাবে মনে প্রাণে গ্রহণ করে। অপরদিকে মুসলমানদের ঈমানকে টাকার বিনিময়ে ছিনিয়ে নেওয়ার কু-মতলব নিয়ে খ্রীষ্টান মিশনারী সাধু-রা কোমর বেঁধে মাঠে নেমেছে এবং তাদের সাথে ইহুদিরাও মুসলমানদের দারিদ্রতার সুযোগের সদ্বব্যবহার করতে এরা মোটেও ভুল করছে না। চিকিৎসার নামে মিশনারী হাসপাতাল নির্মাণ করে এই চক্রান্তকে প্রগাঢ় ও দৃঢ় করা হয়েছে। প্রতিটি খ্রীষ্টান হাসপাতাল এদের একেকটি দূর্গ। শুধু কি এখানেই শেষ? সমাজতন্ত্রের নামে আরেকটি আন্তর্জাতিক চক্রান্তকারী দল ষড়যন্ত্রের সুক্ষ পথ বেছে নিয়েছে। মুসলিম যুব সমাজকে বিভ্রান্ত ও বিপথগামী করার জন্য এরা স্বর্গপূরীর লালবই ম্যাগাজিন, ক্যালেন্ডার ব্যাপক ভিত্তিতে বিতরণ করছে এবং যুব সমাজের একটি অংশকে কা’বা থেকে মুখ ফিরিয়ে ক্রেমলিন প্রসাদ ও পিংকিমুখী করার নীল নকশা প্রস্তুত করেছে। এই তিনটি ষড়যন্ত্রকারী দল মুসলমানদের অগ্রগতির পথ রুদ্ধ করার জন্য মরণপণ চেষ্টায় নিয়োজিত, আর এদের সার্বিক সহযোগিতায় রয়েছে মুসলমান নামধারী ও মুসলমানদের ঘরে লালিত কতিপয় জ্ঞান পাপী আহলে হাদিস নামধারী জাহেল ও তাদের অনুসারীরা। এই মূহুর্তে সঠিক দ্বীন ইসলামকে রক্ষায় অসীম সাহস নিয়ে দ্বিধা-বিভক্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে প্রত্যেক মুসলামানদের কাজ করতে হবে। গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আলোচক ছিলেন মাওলানা কাজী নাছির উদ্দিন, মুহাদ্দিস হাফেজ মাওলানা শাহ্ আলম, ড. মাওলানা ঈসা শাহেদী, মাওলানা কাজী জাফর আহমদ, খতিব মাওলানা জাফর আহমদ, মাওলানা আব্দুল হালীম হেলালী প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মীর আনোয়ার আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফুল করিম, খতিব মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবু তাহের, মাওলানা ফরহাদ আলম, মাওলানা শব্বির আহমদ, শাহ্জাদা মাওলানা আব্দুল হাই নদ্ভী, শাহ্জাদা মাওলানা ছালাহ্ উদ্দিন বেলাল, মাওলানা কাজী শিহাব উদ্দিন, আলহাজ্ব ইউসুফ চৌধুরী, মাওলানা নূর উদ্দিন মাহ্মুদ, মাওলানা আলমগীর, মাওলানা বদরুদ্দীন সাদ, মাওলানা এহছানুল হক মিলন প্রমুখ।পরিশেষে ছাত্র-ছাত্রীদের পড়া-লেখার উন্নতি, দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করেন বায়তুশ শরফের মাননীয় পীর ছাহেব বাহরুল উলুম আল্লামা শাহ্ মোহাম্মদ কুতুব উদ্দিন (মঃজিঃআ)।