আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ওরা ব্যালট পেপার ছিনতাই করেছে, মামলা হোক: ছাত্রলীগ সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগ সমর্থিত জিএস প্রার্থী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন, নূরুল হক নুরু, অনিক ও লিটন নন্দী প্রশাসনকে জিম্মি করে এবং ব্যালট পেপার ছিনতাই করে তা ছড়িয়ে দেয়। এ কারণে তাদের প্রার্থিতা বাতিল করে মামলা করা হোক। সাধারণ শিক্ষার্থীরাই তাদের বিরুদ্ধে মামলা করবে।

সোমবার দুপুরে রোকেয়া হলের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারা যা করছে তার পুরোটাই নাটক। রোকেয়া হল ও মৈত্রী হল ছাড়া অন্য কোথাও তেমন কোনো সমস্যা হয়নি। কোথাও কোনো হামলার ঘটনা ঘোটেনি। সব নাটক। যেভাবে কোটাবিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগ অফিসে গুম করা হয়েছে, বোনদের ধর্ষণ করা হয়েছিল বলে প্রচার করা হয় তেমনটাই এখানেও করার চেষ্টা করা হয়েছে।

দুপুর ১২টার দিকে বেগম রোকেয়া হলে হামলার শিকার হন নূর। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এর আগে তিনটি ট্রাংকে রাখা ব্যালট উদ্ধার করে রোকেয়া হল শিক্ষার্থীরা।

স্পন্সরেড আর্টিকেলঃ