সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের জৈষ্ঠ সহ সভাপতি সেলিনা হায়াত আইভী বলেছেন, নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে আওয়ামীলীগ থেকে প্রার্থী দিতে হবে। এ জেলার মানুষ লাঙ্গল প্রতিক আর মেনে নেবেনা। রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালামের সঞ্চালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারন সম্পাদক আবু হাসনাত বাদল, সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগে যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, আবু জাফর চৌধূরী বিরু, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, নুর জাহান বেগম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ প্রমূখ।
সভায় বক্তব্য দিতে গিয়ে মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের ঘাটি। এ জেলায় আগামী নির্বাচনে জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল কেউ মেনে নেবেনা। তাই আগামী নির্বাচনে ৫টি আসনেই নৌকা প্রতিক দিতে হবে।
মেয়রের এ বক্তব্যের পর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, এ জেলায় আবারো লাঙ্গল প্রতিক মানব না। মহাজোট থাকলে জাতীয় পার্টিকে উত্তরাঞ্চল কিংবা খুলনা অঞ্চলে ছাড় দিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, আমরা আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ ৫টি সংসদীয় আসনেই নৌকা প্রতিক দেওয়ার জন্য নেত্রীর কাছে প্রস্তাব করব।
এদিকে সভায় একাধিকভাবে ভিবক্ত উপজেলা আওয়ামীলীগের নেতা ও আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের পক্ষে স্লোগান দিতে গিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এসময় বিশৃংখলা সৃষ্টি হয়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হওয়ার পর সভার কাযক্রম চালু হয়।
বর্তমানে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির দলীয় সাংসদ সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকা সাংসদ হিসেবে রয়েছেন। অপর তিনটি আসনে আওয়ামীলীগের দলীয় সাংসদ রয়েছেন।