আজ সোমবার, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

ঐক্যফ্রন্টের প্রার্থীদের পক্ষে মাঠে নামার নির্দেশ পায় নি বিএনপি

ঐক্যফ্রন্টের প্রার্থীদের

সংবাদচর্চা রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জে বিএনপির নেতাদের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীর পক্ষে মাঠে নামার নির্দেশ দেয় নি বিএনপির হাইকমান্ড। গতকাল নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম আকরাম ও মুফতি মনীর হোসাইন কসেমীর সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. তৈমূর আলম খন্দকার।

বৈঠকে মুফতি কাসেমীর পক্ষে মাওলানা ফেরদউসুর রহমান তৈমূর আলমকে ধানের শীষের পক্ষে মাঠে নামার আহ্বান জানান। তবে, এসময় মুফতি মনীর হোসাইন কাসেমী ছিলেন নীরব। তার পক্ষে একমাত্র কথা বলেন ফেরদাউসুর রহমান।

তবে, অ্যাড. তৈমূর আলম খন্দকার কোনো রকম রাখঢাক না করেই কাসেমী সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, আপনি তো আমাদের দলের প্রার্থী নন। আপনাকে জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত আমরা দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশনা পেলে অবশ্যই নামবো।
এছাড়াও তৈমূর আলম কাসেমীকে বলেছেন, ‘আপনিতো মার্কা পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত মাঠেই নামেননি। আগে আপনি নামেন আমরাও থাকবো। তাছাড়া দলের জন্য মামলা খেয়েছি, নির্যাতিত হয়েছি। আমরা ধানের শীষে ভোট দেবো না তো কোথায় দেবো?’

বৈঠক শেষে মনির হোসাইন কাশেমী বলেন, বিজয় দিবসের পর থেকেই প্রচার-প্রচারণায় নামবো। বিএনপি নেতৃবৃন্দের সাথে মূলত নির্বাচনী প্রচারণা-প্রচারণায় ভোটারদের মন কিভাবে জয় করা যাবে এবং চাপেও কিভাবে মাঠে টিকে থাকা যাবে তাই নিয়ে আলাপ-আলোচনা হয়েছে।

এস এম আকরাম বলেন, বিএনপিসহ জোটের নেতাকর্মীদের এখই ঐক্যবদ্ধ হওয়ার সময়। পোষ্টার ব্যানার ছিড়ে ফেলা হচ্ছে। মহাজোটের প্রার্থী আমাকে নিয়ে যে কটাক্ষ করেছেন তার উত্তর সময় মতোই দেয়া হবে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন পেছনে ফেরার আর সুযোগ নেই।

এসময় কাসেমী’র সাথে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি পারভেজ আহম্মেদ।

স্পন্সরেড আর্টিকেলঃ