আজ শুক্রবার, ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

এ গানের সুরে আছে হানাহানি থেকে দূরে থাকার কথা :ডিসি

সংবাদচর্চা রিপোর্ট: আধ্যাত্মিক বাউল সাধক ফকির লালন সাঁইয়ের  ১৩০ তম তিরোধান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে `সাধু মেলা` অনুষ্ঠিত হয়েছে । শনিবার ১৭ অক্টোবর সন্ধ্যায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির আয়োজনে এই মেলার আয়োজন করা হয়। মেলায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সভাপতি মো. জসিম উদ্দিন। ডিসি বলেন, মানবতার ধর্ম ছড়িয়ে দিতে লালনের চর্চা করতে হবে। লালনের গানের সুর কে ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। এ গানের সুরের মাঝেই আছে পৃথিবীর সকল কলহ, চাওয়া-পাওয়ার হিসাব ও জাতপাতের গন্ডগোল আর হানাহানি- কোলাহল এগুলো থেকে দূরে থাকার কথা।

জসিম উদ্দিন , আসুন, নিজেদের সেরা সংস্কৃতির চর্চা করি । এই মহামারিতে মানবধর্ম জেগে উঠুক।

পরে বাউল শিল্পীরা লালন সঙ্গীত পরিবেশন করেন। 

স্পন্সরেড আর্টিকেলঃ