আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এসপির নির্দেশনায় বদলেছে না.গঞ্জ দায়িত্ব পালনে সফল সদর ওসি কামরুল

সংবাদচর্চা রিপোর্ট:

গত ১০ জানুয়ারী (বৃহস্পতিবার) চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিক সম্মেলন করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ। তিনি সাংবাদিক সম্মেলনে শহরের যানজট, হকার, মাদক ও ভূমিদস্যু মুক্ত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গিকার ব্যক্ত করেন।

গনমাধ্যমকে দেওয়া বিভিন্ন বিবৃতিতে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ এখন বিভিন্ন ভাবে তাদের কাজ সম্পন্ন করছে। সাধারণ মানুষ আমাদের সার্ভিস পাচ্ছে কিনা সেটাও জানা উচিত। আমরা এখন পুলিশ ফোর্স না, পুলিশ সার্ভিস।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের নির্দেশনায় শহরের হকার উচ্ছেদ, অবৈধ পরিবহন স্ট্যান্ড, মাদক নির্মূলসহ অপরাধ নিয়ন্ত্রনে প্রশংসনীয় ভূমিকা পালন করছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম।

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় যোগদানের পরই কামরুল ইসলাম অপরাধ নিয়ন্ত্রনে কঠোর পরিশ্রম করে আসছেন।

নিরাপদ সড়ক চাই আন্দোলন থেকে শুরু করে অদ্যবদি কামরুল ইসলাম তার দায়িত্ব যথাযথ সততার সহিত পালন করে আসছেন। নিরাপদ সড়কের আন্দোলনে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ যখন টানটান উত্তাল ঠিক সেই সময়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম অত্যন্ত মেধা ও সুকৌশলে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ন্ত্রণে নিয়েছেন। ওসি কামরুল ইসলাম তার দায়িত্বে থানা বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের উত্তেজিত না হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এবং ঘটনস্থলে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছেন। সেই সময়ে ওসি কামরুল ইসলামের এসকল কর্মযোজ্ঞ ব্যপক প্রশংসা কুড়িয়েছে।

তবে সম্প্রতি তার ভূমিকা ফের প্রসংশা করছেন নগরবাসী। কোন প্রকার তদবির না শুনে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, ভূমিদস্যুসহ অপরাধ নিয়ন্ত্রনে জেলার সাতটি থানার ওসিদের নির্দেশ নিয়েছেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ। আর তার এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন সদর মডেল থানায় ওসি কামরুল ইসলাম।

জানাগেছে, শহরের ফুটপাতে হকার মুক্ত রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় কাজ করছে সদর মডেল থানা পুলিশ। হকার মুক্ত থাকায় শহরের যানজট অনেকটা কমে এসেছে। এছাড়াও সদর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযানে আত্মগোপনে চলে গেছে মাদক ব্যবসায়ীরা। শহরে মাদক ব্যবসায়ীদের আতংকের আরেক নাম এখন ওসি কামরুল।

এদিকে, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে নিতাইগঞ্জ নলুয়া পাড়া এলাকায় একটি মসজিদের কমিটি নিয়ে বর্তমান কাউন্সিলর কবীর ও সাবেক কাউন্সিলর মুন্না বাহিনীর সংঘর্ষের ঘটনায় এলাকাবাসীর মাঝে আতংক সৃষ্টি হয়। পরবর্তিতে ওসি কামরুল ইসলামের নেতৃত্বে বিশৃঙ্খলাকারীদের গ্রেফতার করলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। এসময় বর্তমান কাউন্সিলর কবীর ও সাবেক কাউন্সিলর মুন্নাসহ ২২জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও ওসির নির্দেশে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ বা সাধারণা ডায়েরী করতে আসা সকলের সাথে অতি নমনীয়তার সাথে সেবা প্রদান করেছেন পুলিশ সদস্যরা।

সূত্র বলছে, নারায়ণগঞ্জে সুশাসন প্রতিষ্ঠান ইতিমধ্যে আলোচিত হয়েছেন পুলিশ সুপার হারুন অর রশিদ। জেলার অপরাধ নিয়ন্ত্রনে কাজ করছেন তিনি। আর তার এই প্রসংশনীয় কাজে অংশ নিয়ে সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম প্রসংশা কুড়াচ্ছেন।