নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের এসপি হারুন অর রশিদের নাম ভাঙ্গিয়ে অযৌক্তিকভাবে মাস খানেকের বেশী সময় ধরে জোর করে বন্ধ রাখা হয়েছে একটি খাবারের হোটেল। গত ২০ ফেব্রুয়ারী নগরীর বিবি রোডের সৈয়দ আলী চেম্বার এলাকায় আল ইয়াসিন (পূর্ব নাম আল করিম রেস্তোরা) নামে খাবারের দোকানটি বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দোকানদার শাহেদ আলী সংবাদচর্চাকে জানান, আমার সৎ মা হোসনে আরা বেগম, সৎ ভাই জাকির, আপন ভাই বাবুল হোসেন, আবুল কাশেম সহ এদের সাঙ্গপাঙ্গরা জেলা পুলিশ সুপারের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে।
এ ব্যাপারে পুলিশ সুপারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক সাজ্জাদ রোমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের পুলিশ সুপার মহোদয় একজন সৎ ও নির্ভীক কর্মকর্তা। তিনি কোন ধরনের অন্যায়-অপরাধ মেনে নেন না। তার গ্রামের বাড়ির লোক হোক বা অন্য যে কেউ হোক, যদি কেউ পুলিশ সুপারের নাম ব্যবহার করে কোন অবৈধ কাজ করে বা করার চেষ্টা করে তাহলে কোন ধরনের ছাড় দেয়া হবে না। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘ প্রায় ৫০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী আল করিম রেস্তোরা পরিচালনা করে আসছেন সনাতন পাল লেনের বাসিন্দা শাহেদ আলী। প্রতিষ্ঠানটি এর পূর্বে তার পিতা করিম হোসেন পরিচালনা করতেন। করিম হোসন জীবিত থাকা অবস্থায়ই রেস্তোরাটি পরিচালনার দায়িত্ব দেন বড় ছেলে শাহেদ আলীকে, সেই থেকে আজ অবদি তিনিই পরিচালনা করে আসছেন। কিন্তু তার সৎ মা হোসনে আরা, সৎ ভাই জাকির এবং তার আপন দুই ছোট ভাই বাবুল হোসেন, আবুল কাশেমসহ একটি কুচক্রীমহল প্রতিষ্ঠানের অংশীদারিত্ব নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ও সমস্যার সৃষ্টি করে আসছে। তারা বিভিন্ন সময়ে দোকান ভাংচুর করে, স্টাফদের মারধর করা সহ বড় ভাই শাহেদ আলী ও তার ছেলে সোহানকে প্রাণে মেরে ফেলার হুমকি ধামকি দিয়ে আসছে। এ বিষয়ে ভাতিজা সোহান গত ১৯ মার্চ জীবনের নিরাপত্তা চেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। একই সাথে ভুক্তভোগী শাহেদ আলীর ভাইয়েরা নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হারুন অর রশিদের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী ও অত্র এলাকার একাধিক দোকানদাররা জানান, পারিবারিক কলহের জের ধরে আপন বড় ভাইয়ের খাবারের দোকান আল ইয়াসিন রেস্তোরা যা পূর্বে আল করিম রেস্তোরা নামে চলতো, তা বন্ধ করে দিয়েছে তারই আপন ছোট ভাইয়েরা।
আর এ ধরনের অপরাধমূলক কর্মকান্ড করতে গিয়ে তারা অবলীলায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নাম ব্যবহার করছে। হোসনে আরা বেগম, বাবুল হোসেন, আবুল কাশেম, জাকিরসহ তাদের সাঙ্গপাঙ্গরা কিছু থেকে কিছু হলেই এসপি হারুনকে নিজেদের ঘনিষ্ঠজন বলে প্রচার করে এবং ঐ দোকানদার সহ অত্র এলাকায় মানুষের উপর জুলুম করছে বলেও জানায়। কেউ প্রতিবাদ করতে আসলে এসপি হারুন সাহেবকে দিয়ে তার ১২টা বাজাবে বলেও হুমকি দিচ্ছে।
ঐতিহ্যবাহী এই খাবারের হোটেলটি মাস খানেকের বেশী সময় ধরে বন্ধ থাকায় ভুক্তভোগী শাহেদ আলী ও তার পরিবার আজ মানবেতর জীবনযাপন করছেন। একই সাথে পুলিশ সুপারের নাম ব্যবহার করে বিভিন্ন হুমকি ধামকির কারণে তারা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ভুক্তভোগী পরিবারটি এ বিষয়ে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।