আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এসপির দিকনিদের্শনায় সিদ্ধিরগঞ্জে একই পরিবারের নিখোঁজ ৪ জন উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি:

সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাসারী মাদানীনগর নুরবাগ এলাকায় একটি বাড়ি থেকে এক গামেন্টর্স কর্মকর্তার স্ত্রী ফরিদা ওরফে নিপা (৩২) মেয়ে আশামনি (১১), প্রিয়া মনি(৪) ও তার ভায়রার মেয়ে সুমাইয়া (১৪) ও শালার ছেলে আজিম(৭)সহ ৫ জন নিখোঁজ হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারী এ ঘটনায় ভুক্তভোগী গামেন্টর্স কর্মকর্তা জামাল সরদার সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেছে। জিডি  নং-৬৯২ । উক্ত জিডির আলোকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের  নির্দেশক্রমে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মীর শাহীন পারভেজ এর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এসআই(নিঃ) শামিম সহ একাধিক টিম আধুনিক প্রযুক্তি ব্যবহার করিয়া ও বিভিন্ন সোর্সের মাধ্যমে জিডির বাদি মোঃ জামাল সরদার(৪৮) এর স্ত্রীর বড় ভাইয়ের ছেলে নিখোঁজ মোঃ নাজিম উদ্দিন(০৯)’কে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ ইকুরিয়া এলাকার নূরআনী মাদ্রাসা হতে উদ্ধার করা হয়েছে। অপর নিখোঁজ বড় মেয়ে আশা মনি(১১)’কে বি-বাড়িয়া জেলার ল্যাবরেটরী আবাসিক স্কুল হতে তার ছোট মেয়ে প্রিয়া মনি(০৪) এবং ভায়রার মেয়ে সোমাইয়া(১৫)’কে কেরানীগঞ্জ একটি এলাকা হতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে।

জিডির বাদি জামাল সরদার এর স্ত্রী ফরিদা ওরফে নীপা বেগম(৩২) জনৈক সুমন(৩৪) এর সাথে পরকীয়া সম্পর্ক থাকায় উক্ত সুমন ফরিদাকে ফুসলাইয়া প্রলোভন দেখাইয়া ঘর হতে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। উক্ত বাদির স্ত্রী নিপা বেগম ও সুমনকে উদ্ধার এবং গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এ সংক্রান্তে জামাল সরদার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন যার নম্বর-৫০, তারিখ-১৯/০২/২০১৯, ধারা-৪৯৮/৩৮০/১০৯ পেনাল কোড।

নিখোঁজের বিষয়ে প্রেস ব্রিফিং করেছে পুলিশ সুপার  মোহাম্মদ হারুন অর রশীদ,বিপিএম(বার), পিপিএম(বার) । পুলিশ সুপার বলেন, পারিবারিক সচেতনতা বাড়াতে হবে। প্রত্যেক পরিবারের পিতা-মাতাকে সন্তানদের ব্যাপারে খোঁজ-খবর নিতে হবে। পারিবারিকভাবে নৈতিক শিক্ষা গ্রহন করতে হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে সিদ্ধিরগঞ্জে  নিখোজঁ একই পরিবারের চার জন সদস্যকে উদ্ধার করে। মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। ভিকটিমদেরকে আইন মোতাবেক বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে। মাদক সন্ত্রাস জঙ্গীবাদ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এছাড়া তিনি উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।