নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সহ সারা দেশে আগামী ৬ই মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।
৬ই মে সোমবার সকাল দশটায়, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। সেখানেই ফলাফলের বিস্তারিত প্রকাশ করবেন মন্ত্রী।
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে, ছাত্রের সংখ্যা ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন। এছাড়া এবার, বিদেশি আটটি পরীক্ষা কেন্দ্রে ৪৩৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।
এবার আটটি সাধারণ শিক্ষাবোর্ডসহ ১০টি শিক্ষাবোর্ডের অধীনে ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত ৩ হাজার ৪৯৭টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে, আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৭ লাখ ১০২ জন। আর, মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৩ লাখ ১০ হাজার ১৭২ জন এবং কারিগরি ভোকেশনাল বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৫ হাজার ৫৯ জন।