আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর আগেও ৪ বার পালিয়েছে

সংবাদচর্চা রিপোর্ট:

পরকীয়া প্রেমে আকৃষ্ট হয়ে প্রেমিক ইসমাইলের (২২) হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননী। সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের হরিহরদী গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার এ ঘটনায় প্রবাসীর মা বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানান, উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের হরিহরদী গ্রামের আক্তার হোসেনের ছেলে ইসমাইল সঙ্গে একই এলাকার প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী আসমা বেগম (৩০) পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে গত বুধবার রাতে তারা অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।

প্রবাসীর মা জানান, হরিহরদী গ্রামের আক্তার হোসেনের ছেলে ইসমাইলের সঙ্গে আমার পুত্রবধু আগে আরও চার বার পালিয়ে যায়। পরে গ্রামে বিচার সালিশের মধ্যমে ফিরিয়ে আনা হয়। এবার নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।