বনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের মন্তব্য করেছেন এইচএম এরশাদের নির্দেশনাতেই জাতীয় পার্টি চলবে ।
রোববার বেলা ১২টার দিকে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
জিএম কাদের বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদই আমাদের নেতা। তিনি যতদিন বেঁচে আছেন, তার নির্দেশনা অনুযায়ীই জাতীয় পার্টি চলবে। এরশাদ শারীরিক অসুস্থতার কারণে পার্টির কাজ-কর্ম করতে পারছেন না। তার অবর্তমানে দলের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি না আসে তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কাউন্সিল আয়োজন করাটাই এখন আমাদের মূল কাজ। আর এ কারণেই আমাদের অনেক কাজ করতে হবে। দলকে আরও শক্তিশালী করতে আমরা সবাই এক সাথে কাজ করবো।’
এর আগে শনিবার রাতে বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক জরুরি সংবাদ সম্মেলনে জিএম কাদেরকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করা হয়।