আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এরশাদের দোয়ায় নারায়ণগঞ্জে রওশন জিএম রাঙা

সাবেক রাষ্ট্রপতি জাতীয় পাটির চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের স্মরণে নারায়ণগঞ্জে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বন্দর ঘাট সংলগ্ন ময়মনসিংপট্টি এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় অংশ নেয় এরশাদের স্ত্রী  জাপার সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙা, এরশাদের পুত্র  সাদ এরশাদ।

সভায় বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ বলেন, আমি আপনাদের কাছে শুধু তার জন্য দোয়া চাই আর কিছুই চাইনা। এরশাদের রুহের মাগফেরাত কামনায় আপনারা তার জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধু দেশের উন্নয়ন শুরু করেছিলেন আর তার মৃত্যুর পর উন্নয়নের এই ধারা রক্ষা করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দেশ ও মানুষের কল্যাণে অসংখ্য কাজ করেছেন। তিনি অনেক স্বপ্নই পূরণ করতে পারেননি। আমরা তার স্বপ্ন বাস্তবায়নে রাজনীতি করছি। আমরা তার স্বপ্ন বাস্তবে পরিণত ও অসমাপ্ত কাজ সম্পন্ন করবো। অসীম জনপ্রিয়তা নিয়েই হুসেইন মুহম্মদ এরশাদ দুনিয়া ছেড়ে চলে গেছেন।

সর্বশেষ সংবাদ